পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কথা

  **  প্রিয় মানুষের ভালো চাইতে গিয়ে যে আমরা তার কতটা খারাপ করে ফেলি, তা আমার এই করুন দশা না দেখলে কেউ বুঝবে না। ** হয় তো বা আমার মন অনেক ছোট,যে কারণে কিছু  সত্য মেনে নিতে খুব কষ্ট হয়। *** জীবন করো জন্য থেমে থাকে না, এটা ঠিক কথা।  কিন্তু তবু কাছের মানুষ গুলা যদি কষ্টের কারন হয়, তখন যেন মনে হয় জীবন থমকে কোথায় যেন হাড়িয়ে যাচ্ছে। আর মনে হয়, জীবনের যেন  কোনো রঙি আগের মতো সাজানো নেই। সব বেরঙিন আর এলোমেলো। *** মানুষ হাসতে ভালোবাসে, কিন্তু  কাদতে কখনো চায় না। যদিও কাদার মধ্যেই প্রকৃত সুখ থাকে, কেননা কষ্টের দারা যে সফলতা পাওয়া যায়, সেই আনন্দ কোনো কিছুর বিনিময়ে পাওয় যায় না। ***মন হলো অবুজ আর অবাদ্ধা শিশুর মতো । যতই বারন করো না কেন সে শুনবে না । ***আমি যানি না সত্যটা মেনে নিতে কার কেমন লাগে । তবে আমি কেন যানি  তা মেনে নিতেই পাড়ি না । সবচেয়ে তার সেই সত্যটা । ***সেই মানুষ গুলা, যারা না কি কাছের মানুষ আমাদের ভালোবাসে! তাদেরি কথা বলছি । তার কাছে না কি আমি তার ঢাল, কিন্তু যখন তাদের ভালো ভেবে কিছু সীমা করে দিলাম তখনি,  আর অমনি আমি পর হয়ে গেলাম ।  সত্য কি এমনি হয় ! ***তাকে ছাড়া নিজেকে খুব মানিয়ে নিতে চে

প্রেম কবিতা

  ব্যথা উৎসব রায় আকাশ ছোয়া ভালোবাসা তোমার আজ শূন্য কিসে, যে ছেড়ে যেতো হয় সব ভালোবাসার স্মৃতি ভূলে আমায়। কি ছিল সেই তোমার আমার প্রেম গাথা সত্য বলেও মিথ্যা ভালোবাসা ছিল যেথা সে কি শুধুই প্রেমিক পুরুষের জন্যই ব্যথা! ব্যথা, আমার জন্য সে যদি শুধুই ব্যাথা হতো তবে আজ তোমার না থাকায় তবু তোমার সব স্মৃতি সব ভালোবাসা একমুহূর্তে ভূলা যেতো। আমার প্রেম পুরুষের ব্যথা নাহি হতো।। অবহিপ্রকাশ উৎসব রায় ইচ্ছেরা কথা বলে সে তো মনে মনে, ফুটতে তো পারে না সে তো রিহৃয় যানে। প্রকাশ হয়ে উড়তে তো চায় মনের ছোট ছোট ইচ্ছে গুলো, মনের থেকে মুক্ত হতে বলার আগে চাপা পড়ে যায় যেগুলো। আকাশ যেমন অনন্ত অসীম অদ্ভূত তুমি সময় প্রকৃতি, কি নিষ্ঠুর কি নির্দয় কি তোমার নিয়তি! অসফল্যে একা উৎসব রায় অচেনা কোনো এক শহরে অচেনা কোনো গন্তব্যে একা পথ হেঁটে চলেছি। এমন হওয়ার কথা ছিল না তবু একা আমি এই পথে আমার হাত তাকে ধরতে বলেছি! আমার যাতনায় সে কাতর তুমি ভয় পেও না তবু তাকে বলে অভয় দিয়েছি। তাও নাই এলো ব্যস্ত এ শহরে আমার হাতে হাতটি ধরে। নির্বাসন   প্রিয় মানুষ গুলাই নির্বাসন দেয় কষ্ট হয় তাতে, এতো টুকু নয় যতটুকু  দেওয়