পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হ্যাঁ অভিমান

  রত্নের মূল্য মানুষ কখন বুঝে যানিস যখন তার কাছে একটা রত্ন থাকে।  উৎসব তোর উপর খুব জোর খাটায় না রে, সেইটা ভালোবাসা, অধিকার থেকে। তুই তো কোন দিন খাটালুনা। আর কাও না জানুক তুই তো যানিস উৎসব এক রোগা, নিজের প্রিয় জিনিসের ভাগ কাকো দিতে চায় না। কথা গুলা বোঝার চেষ্টা করিশ কোনো ভূল মানে বের করিশ না। মানুষ কেমন হয় যানিশ, উপরের টা বুঝে ভিতরেরটা কখনোই বুঝতে পারে না। ভিতরের ভাষা বুঝে না। কাছে, পাসে থাক বা না থাক, কথা কও বা না কও, তোর প্রিয় ভাই না হও কিন্তুু  প্রিয় বোনের জায়গা টা আর কাকো দিবার পাম না রে। এই আসনোত কাকো ভাবির পাও না। তোর যদি মনে হয় মুই ভুল, তো ঠিক আজে মুই ভুল, মুই পালটি গেশু আর মোক মোর এই ভুল ধারণা নিয়া থাকির দে। তোর সব কথা শুনসু আজ, আর মোরো সব কথা কয়া দিনু আজ।আর কুন যোগাযোগ করিশ না কারন এই উৎসব যানে তার জন্যে কায় কেমন আর কি করির পারে। plz আজ থেকে আর মোক মানষিক যন্ত্রণা দিশ না। তুও ভালো থাক মোকো ভালো থাকির দে।