পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা

  বিশ্ব আভিজাত্য উৎসব রায় সবি তো সবুজে ঘেড়া; হিংসায় বিদ্ধেশি তবু আনন্দে আছি মোরা। আছে যে মানুষের মতো  সবার একটি চেহেরা ।   আয়না তো দেখে সবাই; আর বলে এই তো, এই তো আমরাই । যদি তার মুখ খানি; না দেখে, দেখিতো রিদয় খানি। তবে সেও যানিতো, আমার রিদয়ে অনেক খানি কালো তো ! আজ বিশ্ব জুড়ে সংগ্রাম, শহরের মতো রুপ নিচ্ছে কত না গ্রাম। আজ সমাজে, "একের লাভে দুইয়ের বলি" এ কি উন্নয়ন, না কি আভিজাত্যের নামে কাংয়ালের বলি। এ তো উন্নয়ন ! এ নাম দিয়েছে কারা, আমি তো বলি আভিজাত্য যারা । ****<কেউ কি যানে>**** কান্না পাচ্ছে আজ মনে কেউ কি যানে এই কাদনের মানে; না রে কেউ যানে না  সবার যে কষ্টের মাহার্ত্য অজানা ।  বুঝবে তারা কেমনে, বাস্তবের এই নির্মম মানে। দম্ভে কাঁদাশ না কাউকে, অসীমও শেষ হবে আছে তো আমার,তবু অসহায় ভাববি নিজেকে। দুঃখির একটিও ফোটা চোখের জল, হাড়িয়ে দেবে তোকে নিশ্য তরবে তোর বল। মিথ্যে নয় সে কথা সন্দেহের বা দম্ভের বসে যদি দিশ তাদের ব্যথা; তুই হবি পাশুন্ড আর কারো কাছে নয় তোর মর্ধ্যেই এটা থাকবে গাথা । মনের আলমারি এই ঘরে একটা আলমারি আছে সেটা নিজস্ব ই আমার সেই খানেই গুছিয়ে রাখি নিজের যত আভিজাত্

বাস্তব কথা

                              ১ম কথা  আসলে জীবনের সব কিছুর মূলে টাকা। এ কথার অনেকেই সহ মত না তাতেও কোনো দ্বি মত নেই। কিন্তুু  আমরা যদি একটু ভেবে দেখি তবে দেখতে পাবো পৃথিবীর কোন মানুষ টা টাকা ছাড়া সুখি হয়েছে। যতই হোক আবার এটাও সত্য  টাকা শান্তি নষ্টের মূল কারন। কিন্তুু  এটাও মেনে নেওয়ার মতো সত্য টাকা  ছাড়া বর্তমানে কোন সুখ কেনা যায় না।আচ্ছা ধরা যাক আপনি কথাও যাবেন বা কিছু  খেতে চান বা ধরেনআপনি কাছের মানুষটাকে সুখি কিছু দিতে চান, তো কি ভাবে দেবেন।টাকা ছাড়া দেওয়া সম্ভব। আচ্ছা আপনি যদি নাছোড়বান্দা হন, ধরনে আপনি টাকা ছাড়াই খুশি,মেনে নিলাম আপনি খুশি। তারপর যদি দেখেন হঠাৎ করেই আপনার কোনো স্বজনের  চিকিৎসার জন্য আপনাকে অনেক টাকা লাগে। সেই টাকা না দিতে পাড়ায়  আপনার প্রিয় মানুষ টা মারা গেল, তখন কি আপনি সুখি। তখন অবশ্যই বলবেন যদি টাকা থাকতো ! তেমনি এখন সব কিছু সুখ স্বাদ ছন্ন সব; সব  টাকার উপর। আর এই টাকার পিছনে ছুটটে ছুটটে,ছুটটে আমরা ঐ প্রকৃত সুখ থেকে যে কত দূরে আমরা নিজেরাই যানি না।  আর দুঃখের কথা এটাই যে তখন অসহায় মানুষরা টাকা রোজগারের পথ হিসাবে  ভূল পথটাই বেছে নেয়। ছেলেদের ক্ষেত্রে তো বলার আপক্